Sunday, January 5, 2014

SEX শুরু করার পর যা যা করতে হবে


(১) sex করার সময় বেশি কথা না বলা।
(২) উল্টা sex (wife উপরে) করবেন না। ইসলাম মতে এতে প্রতিবন্ধী সন্তান হয়।
(৩) কখনো পায়ুপথে মিলন করবেন না । এটা অস্বাস্থকর এবং কবিরা গুনাহ
(৪) বীর্যপাতের সময় পড়বে-: "হে আল্লাহ যে সন্তান তুমি দান করবে তার মধ্যে শয়তানের কোন অংশ রেখো না"
(৫) বীর্যের প্রতি দৃষ্টি না দেওয়া।
(৬) বীর্যপাতের পরপরই স্বামীর নেমে না যাওয়া বরং অপেক্ষা করা যাত ও তার খায়েশ পূর্ণ মাত্রায় নিতে পারে।
(৭) শুধু নিচে পড়ে থাকবেন না, মাঝে মাঝে kiss দিন ।
(৮) wife এর দুধ খাওয়া থেকে বিরত থাকুন, তাহলে wife হারাম হয়ে যেতে পারে ।
(৯) wife এর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন ।
(১০) sex করার সময় অন্য কোনো মেয়েকে কল্পনা করা সম্পূর্ণ হারাম ।



নির্ণীত হল যৌনতার সেরা সময়


সাপ্তাহিক কাজের দিনগুলো শেষে অধিকাংশ মানুষের ছুটি শুরু হয় নিয়ম মেনে। সাম্প্রতিক এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে, এ হিসাবের সঙ্গে তাল মিলাতে গিয়ে অধিকাংশ মানুষই সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে যৌনতায় মেতে ওঠে। এ বিষয়ে এক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে হাফিংটন পোস্ট।
নতুন জরিপের ফলে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭:৩৭ মিনিটই সে সময়, যখন সবচেয়ে বেশি মানুষ যৌনতায় মেতে ওঠে। আর শনিবারটি যে সবচেয়ে বেশি মানুষের যৌনতার জন্য পছন্দ, তাও উঠে এসেছে এ গবেষণায়। সমীক্ষায় প্রাপ্ত ফলাফল প্রকাশিত হয়েছে লাভহানি ডটকম ওয়েবসাইটে। তারা জানিয়েছে, শতকরা প্রায় ৪৪ ভাগ মানুষ শনিবার যৌনতা উপভোগ করে। এ ছাড়া অন্য যেসব দিন যৌনতার জন্য প্রিয় তার মধ্যে রয়েছে, রবিবার। এদিন ২৪ ভাগ মানুষ যৌনতা করে। এরপর রয়েছে শুক্রবার। এদিন ২২ ভাগ মানুষ যৌনতা উপভোগ করে। তবে গবেষণায় জানানো হয়েছে, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যৌনতার কারণ সুবিধাজনক সময় প্রাপ্তি। এর পেছনে রোমান্স বা যৌন লক্ষ্যের যোগাযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন গবেষকরা। লাভহানির সহপ্রতিষ্ঠাতা রিচার্ড লংহার্স্ট জানান, 'পূর্বনির্ধারিত যৌনতা হতে পারে বিশ্বের সবচেয়ে কম রোমান্টিক বিষয়। কিন্তু আমরা দেখেছি নিয়মিত শারীরিক অন্তরঙ্গতা স্বাভাবিক সম্পর্ক ও সুখের চাবিকাঠি।’ তিনি আরো বলেন, 'যদি যৌনতার জন্য আপনি একটাই সময় পান, তাহলে সে সময় কেন নয়?'

No comments:

Post a Comment