Saturday, January 11, 2014

ঘুম সম্পর্কে ১৫ টি তথ্য


ঘুম প্রতিটা প্রাণীর জন্যেই গুরুত্বপূর্ন।

১। আপনি যখন ঘুমান তখন আপনার শরিরে কি হয় তা জানেন?
•→ আপনার ব্রেইন শক্তি লাভ করে।
•→ আপনার শরিরের নষ্ট হওয়া সেল গুলো নিজে নিজে ঠিক হয়।
•→ আপনার শরীর গুরুত্বপূর্ন হরমন মুক্ত করে।
২। বয়স অনুপাতে আপনার ভিন্ন ধরনের ঘুম দরকার।
•→ বাচ্চাদের – ১৬ ঘন্টা।
•→ ৩ থেকে ১২ বছর– ১০ ঘন্টা।
•→ ১৩ থেকে ১৮ বছর – ১০ ঘন্টা।
•→ ১৯ থেকে ৫৫ বছর – ৮ ঘন্টা
•→ ৬৫ বছরের উপরে – ৬ ঘন্টা।
৩। পুরুষ তার স্বপ্নে অন্য পুরুষ কে দেখে ৭০% সময়, কিন্তু নারী তার স্বপ্নে পুরুষ এবং নারী উভয়কেই সমান সময় দেখে।
৪। আমরা স্বপ্নে তাদের ই দেখি যাদের মুখ আমাদের পরিচিত। তবে যার মুখ আপনি প্রতিদিন দেখেন না তাকেও আপনি স্বপ্নে দেখেন।
৫। প্যারাসমনিয়া একটা ঘুমের রোগ যা আপনাকে ঘুমের মধ্যে অস্বাভাবিক কাজ করায়। এই রোগের কারনে সংঘটিত হওয়া অপরাধ সমূহ
•→ ঘুমের মধ্যে গাড়ী চালানো।
•→ ভুল চেক লেখা।
•→ হত্যা।
•→ শিশু নির্যাতন।
•→ ধর্ষন।
৬। ১২% মানুষ সাদা কালো তে স্বপ্ন দেখে। এই রেট আরো বাড়তে পারে, কিন্তু রঙ্গীন টেলিভিশন স্বপ্নকে রঙ্গীন করতে সাহায্য করেছে।
৭। স্বপ্ন একটি স্বাভাবিক প্রক্রিয়া, যে মানুষ স্বপ্ন দেখে না সে অস্বাভাবিক।
৮। ঘুমের পোজিশন আপনার পারসনালিটি বহন করে।
৯। প্রতি ৪ জন বিবাহিত দম্পত্তির মধ্যে ১টি দম্পত্তি আলাদা খাটে ঘুমায়।
১০। ব্রিটিশ সৈন্য রাই প্রথম একটি উপায় আবিষ্কার করে একটানা ৩৬ ঘন্টা না ঘুমিয়ে থাকার। যখন ক্লান্তি অনুভব করতো, তখন তারা একটা স্পেশাল মুখঢাকনি ব্যাবহার করতো যা সূর্যের আলোর তীব্রতা বাড়িয়ে দিত এবং তাদের জাগিয়ে তুলতো।
১১। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ঘুমায় :
•→ কোয়ালাস : দিনে ২২ ঘন্টা ঘুমায়।
•→ ব্রাউন ব্যাট : দিনে ১৯.৯ ঘন্টা ঘুমায়।
•→ প্যানগোলিন্স : দিনে ১৮ ঘন্টা ঘুমায়।
সব চেয়ে কম ঘুমায় এমন স্তন্যপায়ী প্রানী :
•→ গিরাফেস : ১.৯ ঘন্টা ঘুমায় দিনে।  ঘুমের সময় ৫-১০ মিনিট।
•→ রো হরিন : ৩.০৯ ঘন্টা ঘুমায় দিনে।
•→ এশিয়াটিক এলিফেন্ট : ৩.১ ঘন্টা ঘুমায় দিনে।
১২। ডলফিন যখন ঘুমায়, তখন তার ব্রেইন এর অর্ধেক বন্ধ থাকে। বাকি অর্ধেক তাকে শ্বাস নিতে সাহায্য করে।
১৩। আপনি না খেয়ে মরবেন না কিন্তু না ঘুমিয়ে মরবেন। ২ সপ্তাহ না খেয়ে থাকতে পারবেন কিন্তু ১০ দিন
না ঘুমালে মারা পড়বেন।
১৪। অন্ধ মানুষ স্বপ্নে দেখতে পায়।
১৫। ঘুম থেকে ওঠার ৫ মিনিটের মধ্যে আপনি স্বপ্নের ৫০% ভুলে যাবেন। ১০ মিনিটের মধ্যে ৯০% ভাগ ভুলে যাবেন।



 চুলে লেগেছে চুইংগাম 

♦ চুলে লেগে যাওয়া চুইংগাম ওঠানোর কৌশল ♦
চুলে চুইংগাম লেগে গেলে সেটা ওঠানো  যুদ্ধের ব্যাপার। ছোট বাচ্চারা দুষ্টুমি করে একে অপরের  অথবা বড়দের চুলে লাগিয়ে দিতে পারে চুইংগাম এঁটে থাকা চুল কেটে ফেলা ছাড়া আর কোনও উপায় পাওয়া যায় না। এরপর অসমান দৈর্ঘ্যের সেই চুল নিয়ে বিব্রত থাকতে হয় বেশ কিছুদিন। এত ঝক্কি পোহাতে হবে না আর আপনাকে। খুব সহজেই চুল থেকে বিরক্তিকর চুইংগাম ওঠাতে পারবেন আর তার জন্য দরকার হবে একটু লবণ আর কয়েক টুকরো বরফ।চুলে চুইংগাম আটকে গেলে জোর করে চুল থেকে তা ছাড়াতে যাবেন না। সেটা আরও বেশি চুলে আটকে যাবে। চুলকে আগে একটু লবণ জলে ভিজিয়ে নিন। লবণ জল দিলে কি হবে জানেন? সেই ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এর পর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো ঘষুন। লবণ জলের কল্যাণে বরফ গলতে সময় লাগবে এবং বরফ ভালোভাবে কাজ করবে। বরফের প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরোটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে, ফলে আর চুল কেটে চুইংগাম আলাদা করা লাগবে না !






















 

No comments:

Post a Comment