Friday, January 17, 2014

ব্রণ তাড়াতে>>>>


১.কমলার খোসা : কমলার খোসা শুকিয়ে বেটে পানির সাথে মিশিয়ে পেস্ট করুন ।এই পেস্ট আক্রান্ত স্থানে মেখে ২৫-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ।
২. ডিমের সাদা অংশ : ডিমের সাদা অংশ ভালোমতো ফেটে নিন । এই ফেটানো মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন ।এতে থাকে হিলিং প্রোটিন যা অনেক উপকারী ব্রণের জন্য ।
৩. টুথপেস্ট আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫-২০মিনিট রেখে ধুয়ে ফেলুন ।
৪. পুদিনা পাতা : পুদিনা পাতা বেটে রসটুকু মেখে ১৫ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন ।
৫. মধু ও দারুচিনি গুড়া একসাথে মিশিয়ে রাতের বেলা মেখে পরের দিন হালকা গরম পানিতে সকাল বেলা মুখ ধুয়ে ফেলুন ।
৬. জয়ফল ও কাঁচা দুধ একসাথে মিশিয়ে মুখে ২ঘন্টা রেখে ধুয়ে ফেলুন ।
৭. হলুদ ও নিমপাতা বেটে মুখে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে ভাল ফল পাবেন ।
৮. গোলাপ জল ও লেবুর রস মিশিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ।
৯. লেবুর রস ও কাঁচা দুধ মিশিয়ে লাগালে উপকার পাবেন ।
১০. গোলাপ জল ও চন্দন মিশিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন ।
বেশী ব্রণের প্রকোপ হলে একজন ভালো ডার্মালজিস্ট এর সাথে যোগাযোগ করা ভাল ।



চোখের নিচে কালো দাগ

চোখের নিচের কালি দূর করতে কিছু ঘরোয়া উপায় নিচে দেওয়া হইল-

১) ২ টি চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ ২ টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দুইটি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালি দূর করতে সাহায্য করে।

২) ২ টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর পনের মিনিট রাখুন।

৩) ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভাল ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে।

৪) খোসা সহ আলু বেটে বা গ্রেট করে চোখের উপর রাখুন।

৫) কাজু বাদাম বেটে দুধের সাথে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন।

৬) চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন।







No comments:

Post a Comment